**হাদীস থেকে করোনা ভাইরাসের প্রতিকার*ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান।।
**হাদীস থেকে করোনা ভাইরাসের প্রতিকার*ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান।। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান কিয়ামত পর্যন্ত মানুষ যত সমস্যার সম্মুখীন হবে তার সমাধান? দেয়া আছে কুরআন ও হাদীসে গবেষণা করে সে সমাধান বের করতে হয়।। **অনুরূপ ভাবে অতিসম্প্রতি কালের ভয়াবহ মহামারী করোনা ভাইরাসের ঔষধের কথা বলে গেছেন রাসূল (সাঃ) আজ থেকে সাড়ে চোদ্দশ বছর পূর্বে রাসূল (সাঃ)বলেছেন?? -ماانزل الله دائ الا أنزل الله شفاء হে আল্লাহ এমন কোন রোগ পাঠাননি যার আরোগ্যের ব্যাবস্থা দেননি বুখারী হা(৫৬৭৮) **করোনা ভাইরাসের সাধারণ উপসর্গ ৪টি।। যথাঃ ১.জ্বর।। ২.সর্দি/হাঁচি।। ৩.শ্বাসকষ্ট/কাঁশি।। ৪.সর্বশেষ পাতলা পায়খানা।। ১.জ্বরের চিকিৎসা সম্পর্কে রাসূল (সাঃ) বলেছেন।। الحمى من فيح جهنم فاطفئوها بالمائ **জ্বর জাহান্নামের উত্তাপ থেকে হয় কাজেই তাকে পানি দিয়ে নিভাও বুখারী হা(৫৭২৩) ২.সর্দি/হাঁচি **রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন? কালোজিরার পাঁচটি বা সাতটি দানা পিষে তাতে যয়তুনের তেল (অলিভ অয়েল) মিশিয়ে ফোঁটা~ফোঁটা করে নাকের ছিদ্রে প্রবেশ করাবে।। কেননা এটি মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ।। বুখারী হা...