Posts

Showing posts from March, 2020

**হাদীস থেকে করোনা ভাইরাসের প্রতিকার*ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান।।

Image
**হাদীস থেকে করোনা ভাইরাসের প্রতিকার*ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান।। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান     কিয়ামত পর্যন্ত মানুষ যত সমস্যার সম্মুখীন হবে তার সমাধান? দেয়া আছে কুরআন ও হাদীসে গবেষণা করে সে সমাধান বের করতে হয়।। **অনুরূপ ভাবে অতিসম্প্রতি কালের ভয়াবহ মহামারী করোনা ভাইরাসের ঔষধের কথা বলে গেছেন রাসূল (সাঃ) আজ থেকে সাড়ে চোদ্দশ বছর পূর্বে রাসূল (সাঃ)বলেছেন?? -ماانزل الله دائ الا أنزل الله شفاء হে আল্লাহ এমন কোন রোগ পাঠাননি যার আরোগ্যের ব্যাবস্থা দেননি বুখারী হা(৫৬৭৮) **করোনা ভাইরাসের সাধারণ উপসর্গ ৪টি।। যথাঃ ১.জ্বর।। ২.সর্দি/হাঁচি।। ৩.শ্বাসকষ্ট/কাঁশি।। ৪.সর্বশেষ পাতলা পায়খানা।। ১.জ্বরের চিকিৎসা সম্পর্কে রাসূল (সাঃ) বলেছেন।। الحمى  من فيح جهنم فاطفئوها بالمائ **জ্বর জাহান্নামের উত্তাপ থেকে হয় কাজেই তাকে পানি দিয়ে নিভাও বুখারী হা(৫৭২৩) ২.সর্দি/হাঁচি **রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন? কালোজিরার পাঁচটি বা সাতটি দানা পিষে তাতে যয়তুনের তেল (অলিভ অয়েল) মিশিয়ে ফোঁটা~ফোঁটা করে নাকের ছিদ্রে প্রবেশ করাবে।। কেননা এটি মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ।। বুখারী হা...

কারফিউর সময় পরিবর্তন করা হইলো বিকাল ৩ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত।।

Image
কারফিউর সময় পরিবর্তন করা হইলো বিকাল ৩ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত।। কারফিউর আইন অমান্যের কোন ছবি বা ভিডিও ধারণ করা কিংবা ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আইন অমান্য করতে উৎসাহিত করাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।। এ ধরণের অপরাধে যুক্ত হলে অপরাধীকে “তথ্য প্রযুক্তির মাধ্যমে আপরাধ নিরোধ” আইনের ছয় ধারা অনুযায়ী পাচ বছর কারাদন্ড ও তিরিশ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।।  এই মর্মে সতর্ক করে দিয়েছে সৌদি পাবলিক  প্রসিকিউশন কর্তৃপক্ষ। তাই প্রবাসী বাংলাদেশীদের কারফিউর আইন অমান্যের কোন ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।। উল্লেখ্য, ২৬ মার্চ ২০২০ তারিখ হতে পরবর্তী ২১ দিনের জন্য সৌদি আরবে কারফিউ তথা সান্ধ্য আইন জারি রয়েছে এ নির্দেশনার ফলে সন্ধা বিকাল ৩টা হতে সকাল ৬পর্যন্ত বাইরে বের হওয়া নিষিদ্ধ থাকবে।। ঘরে থাকুন নিরাপদে থাকুন।। বাংলাদেশ দূতাবাস, রিয়াদ 25-03-2020

**বর্তমান করোনাভাইরাস কোথায় গিয়ে থামবে সেটা একমাত্র।।

Image
**বর্তমান করোনাভাইরাস কোথায় গিয়ে থামবে সেটা একমাত্র।। ১৭২০ সাল: প্লেগ - ১ লাখ মৃত ১৮২০ সাল: কলেরা - ১ লাখ মৃত ১৯২০ সাল: স্প্যানিশ ফ্লু - ১০ কোটি মৃত ২০২০ সাল: করোনাভাইরাস -??? কাকতালীয় হলেও এখন বাস্তবতা হচ্ছে প্রতি ১০০ বছরে পৃথিবীতে একবার মহামারী (Pandemic) হচ্ছে। সর্বশেষ ১৯২০ সালের স্প্যানিশ ফ্লুতে সারা দুনিয়ায় আনুমানিক ১০০ মিলিয়ন মানুষ মারা যায়। এযাবৎকালের সেটাই ছিলো সবচাইতে ভয়াবহ মহামারী।। বর্তমান করোনাভাইরাস কোথায় গিয়ে থামবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। এই ধরনের দুর্যোগ সর্বশক্তিমান আল্লাহ তায়ালার সামনে নগন্য মানুষের অসহায়ত্বের জ্বলন্ত প্রমান।। নাস্তিক এবং বিজ্ঞান অস্বীকারকারী কট্টরপন্থী ধার্মিক, উভয় গ্রুপের জন্যই এটি শিক্ষণীয়। দুনিয়ার তাবৎ নাস্তিকরাও আজ যার যার স্রষ্টার কাছে এই দুর্যোগ থেকে পরিত্রানের জন্য ধরনা দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প গত রবিবার, সারাদেশব্যপী করোনা থেকে মুক্তির জন্য প্রার্থনা কর্মসূচি যোষনা করেছেন।। আবার বিজ্ঞান অস্বীকারকারী কট্টরপন্থী, শুধুমাত্র তাবিজ-কবজ, গোমুত্র সেবনকারীরাও আজ অসহায়। তারাও তাকিয়ে আছে যে কবে বিজ্ঞানীরা এই মহামারী করোনা ভাইর...

**উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছে**

Image
**উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছে** সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে।নবীজি গুনে দেখলেন ৬৮জন এর লাশ পাওয়া গেছে।। ২ জন এর লাশ নাই।। একজন উনার চাচা হামজা (রাঃ) আরেকজন হানজালা (রাঃ)  অস্থির হয়ে পড়েছেন নবীজি সব সাহাবিদের  পাঠালেন লাশ খোঁজার জন্য।। হঠাৎ বোরখা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে নবীজি উনাকে চিনলেন না মহিলা বললেনঃ ইয়া রাসুল্লাহ (সাঃ) আজকে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে?? নবীজি বলেন হা আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি।। যার বিয়ের খুশিতে আমি খুরমা খেঁজুর ছিটিয়ে ছিলামম হিলা বললেন ইয়া রাসুল্লাহ (সাঃ) আমার হাতটা দেখেন হাতের মেহেদী এখনও শুখায় নাই কাল বিকেলে বিয়ে হয়েছিলো আর রাতে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছেন হানজালা বাসর রাতে উনার সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয়নাই।। যাওয়ার আগে শুধু বলে গেছেন যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায় আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে মহিলা বললেন ইয়া রাসুল্লাহ যাওয়ার আগে আমার কপালে একটা চুম্মন করে গেছেন।। লজ্জায় বলতেও পারি নাই আপনার জন্য গোসল ফরজ নবীজি কাঁদতেছেন মহিলা বললেন ইয়া রাসুল্লাহ  (সাঃ) শহীদদের তো আপনি গো...

সৌদি আরবে যারা নতুন আসছেন তাদের জন্য কিছু আরবি ভাষা শিক্ষা।।

Image
**সৌদি আরবে  যারা নতুন আসছেন তাদের জন্য কিছু Common আরবি ভাষা।। -------------------------------- বুকরা -কাল বাদ বুকরা -পরবর্তী দিন।। আনা ইজি-আমি আসবো জিব -দেওয়া শিল- নেওয়া গাউয়ি- শক্ত খাফিফ- হালকা। মাল আব - খেলার মাঠ মাতার- ব্রিষ্টি/এয়ারপোর্ট আখু-ভাই উখতি-বোন আম্মি/আম্মু- চাচা আবু-বাবা/পিতা। উম্মু-মা ওয়ালাদ -সন্তান রাইজ্জাল- পুরুষ নিচা-মহিলা বেয়া-বিক্রি করা ইস্তিরি-ক্রয় করা হাররেক -সরে দাঁড়ানো। তারিক-রাস্তা সাইয়ারা-গাড়ি তাইর-বিমান;পাখি সিয়ানা-মেরামত করা আবিয়াদ-সাদা আসোয়াদ-কালা আহমার-লাল আসপার-হলুদ জাহাবি-সোনালি কালার সুবাহ-সকাল সুবাহ আল খাইর-শুভ সকাল মাসাহ আল খাইর-শুভ রাত্রি ছাক্কার-বন্ধ করা ইফতাহ- খোল মুফতাহ-চাবি গাকাল- তালা শুকরান -ধন্যবাদ জাজাকাল্লাহ -আল্লাহ উত্তম প্রতিদান দান করুক আফোয়ান-ক্ষমা করবেন।। মুখ মাফি = কান্টোক গ্যান হিন মুখ ফি = গ্যানি শোকল ফি = কাজ আছে মাফি শোকল = কাজ নেই ফুলুজ = টাকা রাতিব = বেতন আনা আবগা ফুলুজ = আমার টাকা লাগবে আনা = আমার আবগা = লাগবে আহলান=স্বাগতম।। কয়েছ=ভাল মমতাজ=ভাল মাফি=নাই আয়ুয়াহ=হ্যাঁ...

স্বামী বাজারে গিয়ে স্ত্রীকে ফোন করছে কিন্তু নাম্বার ওয়েটিং।।

Image
**স্বামী বাজারে গিয়ে স্ত্রীকে ফোন করছে।। **স্বামী বাজারে গিয়ে স্ত্রীকে ফোন করছে কিন্তু নাম্বার ওয়েটিং।। স্বামী বাসায় এসে দরজার ওপাশ থেকে স্ত্রীকে সালাম দিলেন তারপর জিজ্ঞাসা করলেন কেমন আছো।। স্ত্রী বলল ভালো স্বামী বলল তোমাকে ফোন করেছিলাম কিন্তু নাম্বার ওয়েটিং ছিলো কোথায় কথা বলেছিলে।। স্ত্রী বলল আমার বান্ধবীর সাথে স্বামী বলল আমার আল্লাহ সুবহানাহু তায়ালা আদেশ করেছেন সত্য বলার জন্য।। যদিও তোমার জীবন বিপন্ন হয়ে যায় আর বান্দা যখন মিথ্যা কথা বলে তখন তাহার মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা ১মাইল দূরে প্পচলে যায়।। আর আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মত কখনো মিথ্যাবাদী হতে পারেনা।। স্ত্রী কিছুক্ষণ চুপ থাকার পর বলল আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম স্বামী বলল দেখ আল্লাহ সুবহানাহু তায়ালা স্বামী স্ত্রীর সম্পর্ক হালাল করেছে আর তুমি যে ছেলের সাথে কথা বলেছো এমন ছেলেদের সাথে কথা বলা হারাম।। তুমি কি জানো জান্নাত কোথায় স্ত্রী বলল না স্বামী বলল হুজুর পাক (সাঃ) বলেছেন জান্নাত তোমার দু উরু ও দু চোয়ালের মধ্যেখানে যে ব্যক্তি এই দুটি জিনিসের হেফাজত করবে সে...

হঠ্যাৎ করেই বিয়েটা হয়ে গেলো''

Image
**হঠ্যাৎ করেই বিয়েটা হয়ে গেলো** আজকে যে আমার বিয়ে হবে সেটা আমি আজকে সকালেও ভাবিনি, কি থেকে কি হয়ে গেলো নিজেও জানি না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যার সাথে আমার বিয়েটা হয়েছে সেটা আর কেউ নয়, আমার ভাবি হুম আমার আপন বড় ভাইয়ের বউ, যাকে আজকে সকালেও আমি ভাবি বলে ডেকেছি কিন্তু এখন আমার বউ।। এখন দাঁড়িয়ে আছি বাসার ছাদের উপর, আর ভাবি মানে আমার বউ বাসর ঘরে অপেক্ষা করছে আমার জন্য।। কিছু বুঝতেছেন না তো চলেন পুরো বিষয় টা আপনাদের বুঝিয়ে বলি।। আজ থেকে প্রায় ১ বছর আগে ভাবির আর ভাইয়ার বিয়ে হয়, খুব সুন্দর দিন যাচ্ছিলো ভাইয়া ইটালি থাকতো, আমি আম্মু আব্বু বাড়িতে থাকতাম, আমি তখন অনার্স ৩য় বর্ষের স্টুডেন্ট ছিলাম, ভাইয়া আর আমার সম্পর্ক ছিলো বন্ধুর মতো।। দুজনে খুবই ক্লোজ ছিলাম, বাবার একটা দোকান ছিলো, ভাইয়া ইটালি যাওয়ার পর বিক্রি করে দিয়েছে কারণ ভাইয়ার নিষেধ ছিলো বাবা যেন আর কোনো কাজ না করে, এভাবেই আমাদের দিন যাচ্ছিলো আমিও বন্ধুবান্ধব পড়ালেখা আড্ডা এসব নিয়েই অসাধারণ লাইফ কাটাচ্ছিলাম একটা ঝড় এসে আমাদের এই সুখি লাইফটাকে তছনছ করে দিয়েছে।। ভাইয়া বিদেশ থেকে বাড়িতে আসলো, আমরা ভাইয়ার জন্য মেয়ে দেখতে শুরু কর...

করুনা নিয়ে আতংকিত হবেন না।।

Image
করুনা নিয়ে আতংকিত হবেন না।।  অহেতুক ভয় পাবেন না।। করোনা ভাইরাস শনাক্ত ৩ জন বাংলাদেশে।। সারাবিশ্বে ১ লক্ষাধিক আক্রান্ত হলেও ৬০ হাজার ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছে, যাদের আগে থেকে হাপানি, হার্ট এর সমস্যা শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, ৫০ উপরে বয়স তাদের জন্যে ঝুকির।। অন্যথায়  নরমাল ভাইরাস এর মত সুস্থ হয়ে যায় প্রায়ই-মার্চ মাসে গরম শুরু হলে চাপ কমে যাবে।। একটু সচেতন হোন, সাবধানতা অবলম্বন করুন সবসময়।। আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পাক এই মহামারি রোগ থেকে রক্ষা করবেন।। আল্লাহ ভরসাঃ আল্লাহ সকলকে হেফাজত করুন।।

🇧🇩বাংলাদেশে ৩ জন করুনা ভাইরাসের আক্রান্ত হয়েছে।।

Image
🇧🇩বাংলাদেশে ৩ জন  করুনা ভাইরাসের আক্রান্ত হয়েছে।। **সবাইকে সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষ ভাবে আহ্বান করছি, তবে  যার মৃত্যু করোনা ভাইরাস দ্বারা নির্ধারিত করা হয়েছে।। সে এই ভাইরাসে আক্রন্ত হয়ে মরবেই,এমন কি মাটির নিচে বা মঙ্গল গ্রহে চলে গেলেও।। যার মৃত্যু করোনাতে লিখা হয় নি, সে কখনও করোনা ভাইরাসে আক্রান্ত হবে না।। তাই করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন, নিজেদের পাপ কর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত দান করেন।। আর আমাদের সবাইকে আল্লাহ দেওয়া পাঁচ ওয়াক্ত নামাজ পরার তউফিক দান করুক।।

3 million Nigerians together??

3 million Nigerians together?? ৩ মিলিয়ন লোকের উপস্থিতিতে নাইজেরিয়াতে লা-ইলাহা-ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ ধ্বনিতে মুখরিত (সুবাহানআল্লাহ) আলহামদুলিল্লাহ।।❤❤👈

দুলাভাই আমার ওড়না ধরে টান দিতেই বড় আপা ঘরে ঢুকেই আমাকে।।

Image
দুলাভাই আমার ওড়না ধরে টান দিতেই বড় আপা ঘরে ঢুকেই আমাকে।। দুলাভাই আমার ওড়না ধরে টান দিতেই বড় আপা ঘরে ঢুকেই আমাকে কষে একটা চড় বসিয়ে শক্তগলায় বললেন,নির্লজ্জ মেয়ে।তোকে কতদিন না করেছি আমার বাড়িতে না আসতে, বলি কথা কানে যায় না। গায়ের এত যখন কামড় তখন বিয়ে করে নিলেই পারিস। আমার বাড়িতে কেনো আসিস তুই, আবার যদি কখনো আমার বাড়ি আসিস তাহলে আমার মরা মুখ দেখবি এই বলে দিলাম। কথা গুলো বলেই বড় আপা আমার হাত ধরে ঘর থেকে ধাক্কা দেওয়ার মত বের করে দিলো।। বড় আপার কথাগুলো কানে ঝিঁ ঝিঁ পোকার মত বাজছে, যে আপা আমার পক্ষ নিয়েছিল বলে বাবার হাতে মার খেয়েছে আজ সে আমাকে এত বাজে বাজে কথা বলল কেমন করে, আমার গায়ে হাত অবধী তুলল। সত্য কথা বলতে আমার দোষটা কোথায় ছিল, দুলাভাই চা চেয়েছিল বলে আমি তাকে চা দিতে গিয়েছিলাম কিন্তু তিনি যে আমার সাথে এমন অপ্রীতিকর ঘটনা ঘটাবেন তা ভাবতেও পারিনি। বড় ভাইয়ের মত যাকে সম্মান করি সে আমার দিকে কামনার হাত বাড়ালো এটা ভাবতেই গা গুলিয়ে এলো, তার উপর বড় আপা এমন ধারা কথা বলল যার মানে বুঝতে পারলাম না।।  বড় আপা আট মাসের গর্ভবতী । আমি তার দেখাশোনা করার জন্যই এখানে এসেছিলাম। ...

🇧🇩করোনা~ভাইরাস~এখন~বাংলাদেশে✍

Image
🇧🇩 করোনা ভাইরাস এখন বাংলাদেশে। এই মুহূর্তেও বাংলাদেশে যারা আমরা হাসিখুশি আর  আনন্দে সময় কাটাচ্ছি, হাতেগোনা আর কয়েকটা দিন পরেই তা বিলীন হয়ে যেতে পারে আশে পাশে পরে থাকা লাশের পর লাশ দেখে।। করোনা ভাইরাস সম্প্রতি বাংলাদেশেও ছড়িয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রীর শরীরে করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে। তিনি বিশেষ নজরদারিতে চিকিৎসাধীন আছেন। এছাড়াও গতকাল রাত থেকে এখন অব্দি কিছু অনলাইন পত্রিকায় নিউজ হয়েছে যে, বাংলাদেশ সম্প্রতি করোনা ভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত হবার তীব্র ঝুঁকিতে আছে। কয়েকদিনের মধেই তা ভয়াবহ রূপ ধারন করতে পারে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বন্দর গুলোতে থার্মাল মেশিন বসানোর জন্য প্রেশার দিয়েছেন। তার মানে বুঝতে পারছেন।। এই অবস্থায় আমাদের নিজেদেরকেই নিজের জীবনকে নিরাপদ রাখার জন্য সচেতন হতে হবে। কারন আমাদের দেশে করোনা ভাইরাসের সাধারণ চিকিৎসা দেবার মতো কোন অবস্থা নাই। কারন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা দ্বারা আমরা কে কতটুকু নিরাপদ সেটা আমরা সবাই ভালো করেই জানি।। একটা জার্নালের আর্টিকেলে পড়লাম, ভিটামিন সি শরীরে করোনা ভাইরাসের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম এবং গল...

Notice for Umrah

Image
هل نرا هذة الحجاج وهم يلبون لله النداء مرة أخرى هل هذا الوباء هوا من منع الحجاج من العبادة ام نحن المبتعدون 💔 اللهم ان كان هذا الوباء هواا من منع عبادك من العبادة فأنت قادر علي نسفة مثل الجبال التي ذكرت في القران  ❤ وان كنا نحن مبتعدون فانت الغفور الرحيم  ❤ اللهم اذل عنا هذا الداء واجعلنا نري مكة متزاحمة بلحجاج اليك من جديد  يالله ❤ قلبي علي مكة في  حداد  ❤

করোনা ভাইরাস এর সংকেত বাণী।।

Image
                       সংকেত বাণী। এশিয়া মহাদেশ ছাড়িয়ে করোনাভাইরাস এখন ইউরোপের ইতালি শহরে চারপাশে ছড়িয়ে গেছে।।  বাংলাদেশে এই করোনাভাইরাস যদি একবার আসে, তখন মানুষ যে একটাও জীবিত থাকবে কি~না তা জানিনা।। আশা করা যায় ১৫ দিনে বাংলাদেশের অর্ধেকের বেশী মানুষ আক্রান্ত  হয়ে যাবে।। বিদেশী দেশ তাদের কতো শত আধুনিক যন্ত্রপাতি,, মেডিসিন,, তথ্য প্রযুক্তি থাকার পরও যখন করোনাভাইরাস মোকাবেলা করতে পারছেনা।। তখন আমরা তাদের কাছে কোনো কিছুই না, কারণ আমাদের দেশে ঘন বসতী পূর্ণ এলাকা।। আমাদের দেশ যেখানে ডেঙ্গুজ্বরের মেডিসিন থাকার পরও মোকাবেলা করতে হিমশিম খায়।।সেখানে যে বিনা মেডিসিনে করোনাভাইরাসের ক টাও মোকাবেলা করতে পারবেনা তাতে কোনো সন্দেহ নেই।। তাতে আমরা সবাই কম বেশী অবগত আছি।। চীনদেশে হাজার হাজার মানুষ মরছে।। আমাদের দেশে যদি এ ভাইরাস চলে আসে তখন কি হবে?? এটা এমন এক ভাইরাস যেখানে মানুষ মারা গেলে তার লাশটা ধোয়াতে বা জানাজা করতে যে কেউ এগিয়ে আসবে না, এ কথা ভাবতেই বুকের মাঝে মোচর দেয়।। কারণ কেউ জেনে বুঝে নিজের মৃত্যু দিকে এগি...

(অনিদৃষ্ট কালোর জন্য ওমরা পালন বন্ধ ঘোষণা)

Image
**কাবা ঘরের আশেপাশে এখন অবিশ্বাস্য দৃশ্য,  আল্লাহ যেন আমাদের সবাইকে করোনা নামক এই মহামারী রোগ থেকে রক্ষা করেন, উল্লেখ অনিদৃষ্ট কালোর জন্য ওমরা পালন বন্ধ ঘোষণা করেছে সৌদি কতৃপক্ষ.....

(ব্রেকিং নিউজ)

Image
       {ব্রেকিং নিউজ সবাই পস্তুত হন}   আগামী ১৬ ও ১৭ তারিখ ঢাকাগামী সকল পরিবহন সরকার বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে করে কেউ আন্দোলন করতে না পারে। তাই হয়তো আমাদের আমীর তার আগেই ঢাকাতে উপস্থিত থাকতে বলবে। অতএব,             সবাই মেন্টালি প্রস্তুতি গ্রহন করুন মিনি কেয়ামতের জন্য।আমিও প্রস্তুত ইনশাআল্লাহ যে কোনো সময় ডাক আসলেই বেড়িয়ে যাব। তবে সবাইকে এলার্ট থাকতে হবে গত শাপলাচত্বরের পুনরাবৃত্তি যেন না হয়। আর কত মার খাবো এবার দেয়ার পালা, কোনো ক্ষমতাসীন দল চোখ গরম করার চেস্টা করলেই সেই চোখ তুলে মারবেল খেলতে হবে। **Be-Ready**

কাউকে সারাজীবন কাছে পেতে চাও।।

Image
কাউকে সারা জীবন কাছে পেতে চাও?  তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো।  কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।।

সৌদি রাজাকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মু'সলিম নেতা হলেন এরদোয়ান।।

Image
মু'সলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার স্বীকৃতি পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সৌদি রাজা সালমানকে পেছনে ফেলে এবার মু'সলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার স্বীকৃতি পেলেন তিনি।। এছাড়া পুরো বিশ্বের নেতাদের মধ্যে জনপ্রিয়তার বিচারে পঞ্চ'ম স্থানে রয়েছেন তিনি। শুক্রবার গ্যালাপ ইন্টারন্যাশনালের জ'রিপের ফলাফলের ওপর ভিত্তি করে এই খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা আনাদুলু এজেন্সি।। ওই আন্তর্জাতিক জ'রিপের প্রকাশিত তথ্য মতে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা জার্মানির চ্যান্সেলর এঞ্জে'লা মা'র্কেল। ৪৬ শতাংশ ভোট পেয়ে তিনি প্রথম অবস্থানে রয়েছেন। ৪০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রোন এবং ৩৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে।। রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর চতুর্থ স্থানে থাকা যু'ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা'ম্প পেয়েছেন ৩১ শতাংশ ভোট। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের পাশাপাশি অবস্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।। অ'পেক্ষাকৃত পেছনের দিকে থাকা সৌদি রাজা সালমান পেয়েছেন ২৫ শতাংশ ভোট এবং ই'র...

আজ মাদারীপুরে আসছেন শিক্ষামন্ত্রী ডা'দীপু মনি।।

Image
আজ (মঙ্গলবার) মাদারীপুরে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি। কালকিনি উপজেলার বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রীর উপস্থিত থাকার কথা।। কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শর্তবর্ষ উপলক্ষে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা অনুষ্ঠান।। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী।। শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেব উপস্থিত থাকবেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হোসেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও সাবেক চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন।। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মো. মনিরউজ্জামান চৌধুরী সোহাগ, প্রধান শিক্ষক মো. সালাহউদ্দিন আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ...

পবিত্র কুরআন অবমাননা করলেই মৃ'ত্যুদণ্ডের শাস্তি ঘোষণা করল নাইজেরিয়া।।

Image
ইসলাম ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া। ৫০ শতাংশ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশটির উত্তরাঞ্চলীয় জামফারা প্রদেশ সম্প্রতি কুরআন অবমাননার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃ'ত্যুদণ্ডাদেশ ঘোষণা করেছে ।। দেশটির উত্তরাঞ্চলীয় জামফারা রাজ্যের কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, যারা পবিত্র কুরআনুল কারিম অবমাননা করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃ'ত্যুদণ্ড দেয়া হবে।। জামফারা রাজ্যের গভর্নর বালু মুহাম্মদ মেটাওয়াল বলেন, ‘কুরআনুল কামির মুসলিম উম্মাহর পবিত্র ধর্মগ্রন্থ। কুরআনের মর্যাদা রক্ষায় শীঘ্রই কুরআন অবমাননার শাস্তি হিসেবে মৃ'ত্যুদণ্ড বিল কার্যকর করা হবে।।

স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর স্বামী রাগ করে অফিসে চলে গেল। 😡???

Image
স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর স্বামী রাগ করে অফিসে চলে গেল। 😡 দশ মিনিট পরে স্ত্রীর ফোন "আমি চললাম, তোমার সংসার ছেলে মেয়ে সব ফেলে। যে দিকে দু চোখ যায়।" স্বামী ঠিক আছে, যাও বলে ফোনটা কেটে দিল। #এটা_বিশ্বাস।🤗🤗🤗 দুপুরে লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায় নি বাসাতেই আছে এবং রান্না বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। #এটা_সংসারের_মায়া।😑😑 এরপর দুজন দুই রুমে মুড অফ করে শুয়ে আছে, কারো কোন কথা নেই। কেউ কাউকে খেতেও ডাকছে না নিজেও খাচ্ছে না। #এটা_অভিমান। 😞😞😞 বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কোচিং-এ চলে গেল। #এটা_দায়িত্ববোধ।🤔🤔🤔 স্বামী বেচারি প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে পানি ঢালা, তারপর কি ভেবে ফিরে এলো রুমে। ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে। #এটা_অপেক্ষা রুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, "তুমি যে কারনে যেতে পারোনি, আমিও সে কারণে খেতে পারিনি।" এটা_ভালোবাসা....

বাসর রাতে।।।।

Image
বাসর রাতে ||| সহবাসের পর স্বামী তার স্ত্রীর হাতে ৩০০ টাকা দিলো .. . ...স্বামীঃ এই লও ৩০০ টাকা | স্ত্রীঃ কিসের টাকা..| স্বামীঃ বিয়ের আগে পাড়ায় যেতাম, ৩০০ টাকা দিয়ে একবার জেনা করতাম | তোমাকেও সেই মোতাবেক দিলাম,| ( স্ত্রী ৩০০ টাকা নিয়ে সেখান থেকে ১০০ টাকা ফেরত দিলো,|)... স্ত্রীঃ এই লও ১০০ টাকা | স্বামীঃ কিসের ১০০ টাকা,? স্ত্রীঃ বিয়ের আগে আমিও পাড়ায় যেতাম,সেখানে হোটেল ম্যানেজার প্রতিবারে ২০০ টাকা করে দিতো`|||বাকি ১০০ টাকা হোটেল ম্যানেজার রুম ভাড়া নিতো! তুমি তো আমার স্বামী তোমার থেকে বেশি নিতে পারবো না,| ...এবার লও ঠেলা নিজের নাই চরিত্র বউ খোঁজো পবিত্র......?? কথায় আছে যেমন কর্ম তেমন ফল ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন Comment করুন   ।।।

আমি কি তোমার বন্ধু হতে পারি।।

Image
কে গো তুমি নাম কি গো তোমার, তুমি কী পাগল না পাগলি,পর কী শার্ট না শাড়ি, মুখে কী মেকাপ না দাড়ি, হাতে কি ব্যাসলেট না ঘড়ি, তুমি কি নর না নারী, তুমি কি জিন না পরি, আমি কি তোমার বন্ধু হইতে পারি??

সব সময়ে চোখের দেখা সত্যি হয় না।🤔🤔😐

Image
সব সময় চোখের দেখা সত্যি হয় না। চোখের আড়ালে ও অনেক সময় সত্যি লুকিয়ে থাকে যা আমরা দেখতে পাই না। 😓😓😓কিছু কিছু মানুষ আছে সত্যটা যাচাই না করে ভুল সিদ্ধান্ত নেয়। সত্যি টা ছিল সেটা জানতে ও চায় না এক তরফা বিচার করে তারা।😢😢😢😢 আজকে আমার সাথে এক তরফা বিচার করল। আমি প্রতিবাদ করিনি এই ভেবে আমি জানি একদিন সত্য প্রকাশ পাবে।হয়তো আমি থাকবো না কিন্তুু দূর থেকে শুনতে তো পাবো! 😫😫😫কারন সত্য কখনো চাপা থাকে না। চাপা কষ্ট মনে চেপে রাখলাম। 😰😰😰😰আমার সাথে যে এই অবিচার করল একদিন সেও আমার মতো কষ্ট পাবে চোখে পানি আসবে.😩😩😩