কারফিউর সময় পরিবর্তন করা হইলো বিকাল ৩ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত।।
কারফিউর সময় পরিবর্তন করা হইলো বিকাল ৩ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত।।
কারফিউর আইন অমান্যের কোন ছবি বা ভিডিও ধারণ করা কিংবা ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আইন অমান্য করতে উৎসাহিত করাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।।
এ ধরণের অপরাধে যুক্ত হলে অপরাধীকে “তথ্য প্রযুক্তির মাধ্যমে আপরাধ নিরোধ” আইনের ছয় ধারা অনুযায়ী পাচ বছর কারাদন্ড ও তিরিশ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।।
এই মর্মে সতর্ক করে দিয়েছে সৌদি পাবলিক প্রসিকিউশন কর্তৃপক্ষ। তাই প্রবাসী বাংলাদেশীদের কারফিউর আইন অমান্যের কোন ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।।
উল্লেখ্য, ২৬ মার্চ ২০২০ তারিখ হতে পরবর্তী ২১ দিনের জন্য সৌদি আরবে কারফিউ তথা সান্ধ্য আইন জারি রয়েছে এ নির্দেশনার ফলে সন্ধা বিকাল ৩টা হতে সকাল ৬পর্যন্ত বাইরে বের হওয়া নিষিদ্ধ থাকবে।।
ঘরে থাকুন নিরাপদে থাকুন।।
বাংলাদেশ দূতাবাস, রিয়াদ
25-03-2020
Comments
Post a Comment