পবিত্র কুরআন অবমাননা করলেই মৃ'ত্যুদণ্ডের শাস্তি ঘোষণা করল নাইজেরিয়া।।

ইসলাম ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া। ৫০ শতাংশ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশটির উত্তরাঞ্চলীয় জামফারা প্রদেশ সম্প্রতি কুরআন অবমাননার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃ'ত্যুদণ্ডাদেশ ঘোষণা করেছে ।।

দেশটির উত্তরাঞ্চলীয় জামফারা রাজ্যের কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, যারা পবিত্র কুরআনুল কারিম অবমাননা করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃ'ত্যুদণ্ড দেয়া হবে।।

জামফারা রাজ্যের গভর্নর বালু মুহাম্মদ মেটাওয়াল বলেন, ‘কুরআনুল কামির মুসলিম উম্মাহর পবিত্র ধর্মগ্রন্থ। কুরআনের মর্যাদা রক্ষায় শীঘ্রই কুরআন
অবমাননার শাস্তি হিসেবে মৃ'ত্যুদণ্ড বিল কার্যকর করা হবে।।

Comments

Popular posts from this blog

সৌদি আরবে যারা নতুন আসছেন তাদের জন্য কিছু আরবি ভাষা শিক্ষা।।

3 million Nigerians together??

দুলাভাই আমার ওড়না ধরে টান দিতেই বড় আপা ঘরে ঢুকেই আমাকে।।