করোনা ভাইরাস এর সংকেত বাণী।।
এশিয়া মহাদেশ ছাড়িয়ে করোনাভাইরাস এখন ইউরোপের ইতালি শহরে চারপাশে ছড়িয়ে গেছে।।
বাংলাদেশে এই করোনাভাইরাস যদি একবার আসে, তখন মানুষ যে একটাও জীবিত থাকবে কি~না তা জানিনা।।
আশা করা যায় ১৫ দিনে বাংলাদেশের অর্ধেকের বেশী মানুষ আক্রান্ত হয়ে যাবে।।
বিদেশী দেশ তাদের কতো শত আধুনিক যন্ত্রপাতি,, মেডিসিন,, তথ্য প্রযুক্তি থাকার পরও যখন করোনাভাইরাস মোকাবেলা করতে পারছেনা।। তখন আমরা তাদের কাছে কোনো কিছুই না,
কারণ আমাদের দেশে ঘন বসতী পূর্ণ এলাকা।। আমাদের দেশ যেখানে ডেঙ্গুজ্বরের মেডিসিন থাকার পরও মোকাবেলা করতে হিমশিম খায়।।সেখানে যে বিনা মেডিসিনে করোনাভাইরাসের ক টাও মোকাবেলা করতে পারবেনা তাতে কোনো সন্দেহ নেই।।
তাতে আমরা সবাই কম বেশী অবগত আছি।।
চীনদেশে হাজার হাজার মানুষ মরছে।। আমাদের দেশে যদি এ ভাইরাস চলে আসে তখন কি হবে??
এটা এমন এক ভাইরাস যেখানে মানুষ মারা গেলে তার লাশটা ধোয়াতে বা জানাজা করতে যে কেউ এগিয়ে আসবে না, এ কথা ভাবতেই বুকের মাঝে মোচর দেয়।।
কারণ কেউ জেনে বুঝে নিজের মৃত্যু দিকে এগিয়ে যাবে না।।
আল্লাহ তুমি আমাদের দেশ আর দেশের বাহিরের সকল মানুষ কে এই প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে রক্ষা করো।।
আল্লাহর দয়া এবং রহমত ছাড়া কোনো কিছুই এ থেকে রক্ষা করতে পারেনা। তাই আসুন,
মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি এবং পানাহ চাই।।
Comments
Post a Comment