আজ মাদারীপুরে আসছেন শিক্ষামন্ত্রী ডা'দীপু মনি।।
আজ (মঙ্গলবার) মাদারীপুরে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি। কালকিনি উপজেলার বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রীর উপস্থিত থাকার কথা।।
কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শর্তবর্ষ উপলক্ষে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা অনুষ্ঠান।।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী।। শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেব উপস্থিত থাকবেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হোসেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও সাবেক চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন।।
Comments
Post a Comment