সব সময়ে চোখের দেখা সত্যি হয় না।🤔🤔😐
সব সময় চোখের দেখা সত্যি হয় না। চোখের আড়ালে ও অনেক সময় সত্যি লুকিয়ে থাকে যা আমরা দেখতে পাই না। 😓😓😓কিছু কিছু মানুষ আছে সত্যটা যাচাই না করে ভুল সিদ্ধান্ত নেয়। সত্যি টা ছিল সেটা জানতে ও চায় না এক তরফা বিচার করে তারা।😢😢😢😢 আজকে আমার সাথে এক তরফা বিচার করল। আমি প্রতিবাদ করিনি এই ভেবে আমি জানি একদিন সত্য প্রকাশ পাবে।হয়তো আমি থাকবো না কিন্তুু দূর থেকে শুনতে তো পাবো! 😫😫😫কারন সত্য কখনো চাপা থাকে না। চাপা কষ্ট মনে চেপে রাখলাম। 😰😰😰😰আমার সাথে যে এই অবিচার করল একদিন সেও আমার মতো কষ্ট পাবে চোখে পানি আসবে.😩😩😩
Comments
Post a Comment