দুলাভাই আমার ওড়না ধরে টান দিতেই বড় আপা ঘরে ঢুকেই আমাকে।। দুলাভাই আমার ওড়না ধরে টান দিতেই বড় আপা ঘরে ঢুকেই আমাকে কষে একটা চড় বসিয়ে শক্তগলায় বললেন,নির্লজ্জ মেয়ে।তোকে কতদিন না করেছি আমার বাড়িতে না আসতে, বলি কথা কানে যায় না। গায়ের এত যখন কামড় তখন বিয়ে করে নিলেই পারিস। আমার বাড়িতে কেনো আসিস তুই, আবার যদি কখনো আমার বাড়ি আসিস তাহলে আমার মরা মুখ দেখবি এই বলে দিলাম। কথা গুলো বলেই বড় আপা আমার হাত ধরে ঘর থেকে ধাক্কা দেওয়ার মত বের করে দিলো।। বড় আপার কথাগুলো কানে ঝিঁ ঝিঁ পোকার মত বাজছে, যে আপা আমার পক্ষ নিয়েছিল বলে বাবার হাতে মার খেয়েছে আজ সে আমাকে এত বাজে বাজে কথা বলল কেমন করে, আমার গায়ে হাত অবধী তুলল। সত্য কথা বলতে আমার দোষটা কোথায় ছিল, দুলাভাই চা চেয়েছিল বলে আমি তাকে চা দিতে গিয়েছিলাম কিন্তু তিনি যে আমার সাথে এমন অপ্রীতিকর ঘটনা ঘটাবেন তা ভাবতেও পারিনি। বড় ভাইয়ের মত যাকে সম্মান করি সে আমার দিকে কামনার হাত বাড়ালো এটা ভাবতেই গা গুলিয়ে এলো, তার উপর বড় আপা এমন ধারা কথা বলল যার মানে বুঝতে পারলাম না।। বড় আপা আট মাসের গর্ভবতী । আমি তার দেখাশোনা করার জন্যই এখানে এসেছিলাম। ...
Comments
Post a Comment